PSC Bangla Suggestion 2021 PDF & Important Question Pattern

PSC Bangla suggestion is very important for the students of class V. This is because the PSC exam this year will start soon. And to do better in the PSC exam, you have to take good preparation. Suggestion works very well for taking easy preparation. That is why we have come up with the PSC Bangla suggestion 2021 in simple language for you. Our suggestion will be made up of important questions. So let us have a look at what is included in the Bangla suggestion of PSC exam this year.

PSC Bangla Suggestion 2021

Everyone loves to study based on suggestions. This is because everything in the suggestion is arranged in a good way. Because of this, you can take a better preparation in less time. We have given you a wonderful suggestion in a simple way for your convenience. There will be the following points in our suggestion.

Our PSC Bangla suggestion at a glance

  • Chapter based suggestions
  • Marks Distribution
  • Question pattern
  • Creating suggestions based on textbooks and syllabus

Check PSC Math suggestion and PSC English Suggestion 2021.

PSC Bangla Mark Distribution

Before giving you a suggestion, we would like to introduce you to Mark Distribution. Otherwise, you will not be able to take preparation properly. It can be seen that you have made a mess in the exam hall due to not knowing the mark distribution system. So we have provided the whole mark distribution of PSC Bangla exam for you.

  1. There will be a paragraph from the textbook. There will be 4 questions there. You have to answer all the questions. The questions are like below:
  • Multiple Choice Questions
  • Answering Questions
  • Semantic Writing
  • Write the Essence of the Paragraph
  1. There will be 5 marks for writing the correct answer in the answer script.
  2. There will be 5 marks for filling up gaps by understanding the meaning of the given words.
  3. Write the answer to the question by reading the paragraphs out of the textbook. (There will be 5. paragraphs, 5 marks for each).
  4. Apply the separated characters to the sentence by splitting the combined characters. 2 mark for each and the total mark for this is 10.
  5. Rewriting the paragraphs with punctuation marks. Total 5 mark.
  6. Write the opposite/synonymous words for which the assigned mark is 5.
  7. There will be a paragraph from the poem/rhyme in the textbook. You will have to answer 3 questions after reading that. There will be 10 marks for this.
  8. Fill in the instructions given for which the marks will be 5.
  9. Application/Letter writing will carry 5 marks.
  10. Write an essay on any of the 4 topics. The mark for this is 10.

PSC Bangla Mark Distribution

Download PSC Bangla Short Suggestion

Here is your greatly desired PSC Bangla suggestion. We have prepared a great suggestion as a guide to preparing for your PSC exam. Hopefully, you will get a lot of common questions from the suggestions we have provided you. No need to take any further preparation when you have completed your study from this suggestion.

দরখাস্ত / চিঠি    ( ১ টি দরখাস্ত / চিঠি দেওয়া থাকবে, ১টিরই উত্তর দিতে হবে। )

দরখাস্ত

১। মনে কর, তুমি কমলা। তুমি উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। তোমার বিদ্যালয়ে বিশুদ্ধ পানি পানের কোন ব্যবস্থা নেই। তাই নলকূপ চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন পত্র।
২। মনে কর, তোমার নাম জলিল। তুমি পলাশ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। তোমরা স্থানীয় শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত শিক্ষক প্রকরন মেলা দেখতে যেতে চাও। চতুর্থ পিরিয়ডের পর যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লিখ।
৩। বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।
৪। মনে কর, তুমি বানিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। তোমায় নাম কামাল। তুমি গল্প, রূপকথা, কবিতা পড়তে বেশ পছন্দ কর। তোমার বিদ্যালয়ের লাইব্রেরীতে অধিক সংখ্যক বই সরবরাহের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখ।

চিঠি

১। মনে কর, তোমার নাম শাকিল। তোমার বন্ধুর নাম শামীম। তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখ।
২। মনে কর তোমার নাম মনির। তোমার বন্ধু রাজীবকে তোমার দেখা যে কোন একটি দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে একটি পত্র লেখ।
৩। মনে কর তুমি সুফিয়া। তোমার ঠিকানা সদর রোড, বগুড়া। তোমার একটা পোষা প্রাণী আছে। পানিতে তোমার কিরূপ সম্পর্ক তা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ।
৪।মনে কর, তোমার নাম অপু। তোমার বিদ্যালয়ের নাম ভাটিয়া সরকারি  বিদ্যালয়। তোমার বিদ্যালয়ের একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তুমি তোমার গ্রামের বা শহরের বন্ধুকে চিত্র প্রদর্শনী দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখ।

৫। পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে বড় ভাইয়ের কাছে পত্র লেখ।
৬। মনে কর তুমি বানিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তোমার নাম শরিফ। তোমার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পর কিভাবে অবসর সময় কাটাবে তা জানিয়ে তোমার বন্ধুর কাছে একখানা পত্র লেখ।

রচনা​ লিখন

( ৪টি রচনা থাকবে, যেকোনো ১ টির উত্তর দিতে হবে )

  • বর্ষাকাল
  • আমাদের দেশ / বাংলাদেশ
  • মৃৎশিল্প / বাংলাদেশের মৃৎশিল্প
  • প্রিয় খেলা ফুটবল
  • বিজয় দিবস
  • বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল  / বাংলাদেশের পাখি
  • জাতীয় ফুল (শাপলা)
  • জাতীয় ফল (কাঠাল)
  • তোমারর প্রিয় খেলা
  • আমার প্রিয় শখ 
  • ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য /  ছাত্রজীবন 
  • একটি শীতের সকাল 

This is because our suggestion is made in light of the textbook. We have created this after reviewing the questions of the past few years. You can easily take good preparation by following our suggestion. This is a great suggestion made by experienced people. There is still much more time left for the PSC exam. You should study attentively from now on rather than being sluggish.

PSC Bangla Question 2021 Pattern

We collected these PSC Bangla Suggestion 2021 and question pattern from some trusted source. You can follow this suggestion for your upcoming exam.

Then you will not feel the huge pressure during your exam time. If you want to make a good result, you will need to study regularly. All of you have many dreams and you have to try to fulfill it. Anyway, please download our given suggestion. Then you will not have to search the suggestion again and again from the internet.

You can also take a look at the PSC Exam routine along with the suggestion.

Final Verdict

We believe the PSC Bangla suggestion will be of great use to you. It is possible to make a good result by following the suggestion properly and studying regularly. We are looking forward to hearing about your beautiful result.