PSC Science Suggestion 2021 All Education Board

To get the PSC Science Suggestion 2021, you need to follow our guidelines. We want to further enhance your preparation with a beautiful suggestion. Better results can be expected if a good suggestion is available. Since there are mere days before starting the exam, you need to prepare vigorously now. We are always looking to help you prepare. That is why we worked hard and prepared this PSC Science Suggestion. This will eliminate your fears about science and make you want to study. So let us now see what we are offering in our suggestion.

PSC Science Suggestion

Many students get scared when they hear the name of science. Because science is a little complicated. But you should conquer science, not fear it. Exclusive PSC Science Suggestion is created to do just that. This suggestion covers very important chapter-based questions. Apart from this, there are many other things, including mark distribution, time index.

PSC Suggestion PDF (All Subject)

What will be found in our arrangement?

  • Full mark distribution
  • Multiple model questions
  • Chapter based suggestions
  • Developed by experienced science educators.
  • Special Index

When will the PSC Science Test be held?

This year’s PSC routine showed that the science test would be on Wednesday, November 20. The test will run for two-and-a-half hours from 10:30 am to 1:00 pm.

Information about science exam

  • Total marks: 100
  • Time: two and a half hours.
  • There will be three questions.
  • The Science test will consist of objectives, for 50 marks and written for 50 marks.
  • Duration: 10:30 am to 1:00 pm.

PSC Science Mark Distribution

Before taking the test, one must know the distribution of its number. Otherwise, many questions that need to be answered might get overlooked. If you know the full mark distribution, you will not hesitate regarding which one to answer, and which one is best left aside. So let’s see how many marks are assigned to a question.

  • There will be fifty objective questions. Every one of which needs to be answered. There will be a total of 50 numbers.
  • There will be fifteen short questions; all are mandatory. The allotted number is 15.
  • There will be ten questions. From ‘a’ to ‘h,’ you would need to answer six. From ‘i’ and ‘j,’ answer only one. Each question is valued as five marks, a total of 35 numbers.

Download PSC Science Suggestion

If we provide a good suggestion, it will be a little bigger. So you have to download the suggestion we give you. Because we don’t want to interrupt your exam preparation with shortcut suggestions. Our suggestion is very exclusives and encompassing. Important questions are highlighted separately. We hope there will be a lot of common questions from our suggestion.

অধ্যায় – ১ ( আমাদের পরিবেশ )

১। উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করতে পারে? বায়ু থেকে উদ্ভিদ কি গ্রহণ করে? পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা তিনটি বোধন লেখ।
২। উদ্ভিদ কোথা থেকে শক্তি পাই? উদ্ভিদের ওপর নির্ভরশীল কেন? পরিবেশে উদ্ভিদের তিনটি গুরুত্ব লেখ।
৩। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? কিভাবে প্রাণীকে সাহায্য করে তার একটি উদাহরণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় তোমার এলাকায় সংরক্ষণে তিনটি উপায় লেখ।
৪। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল কাকে বলে? ব্যাঙ সাপ ঘাসফড়িং ও ঘাস দিয়ে সঠিক খাদ্য শৃংখল তৈরি কর। খাদ্য শৃংখল টির সর্বোচ্চ খাদক কোনটি?

অধ্যায় – ২ ( পরিবেশ দূষণ )

১। পরিবেশ দূষণ কাকে বলে? শিল্পায়ন কিভাবে পরিবেশকে দূষিত করছে? দুটি বাক্যে লেখ। পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির দুটি ক্ষতিকর প্রভাব লেখ।
২। শব্দ দূষণের দুটি কারণ লেখ। হঠাৎ শব্দের কারণে মানব দেহের সৃষ্ট দুটি প্রভাব লেখ। শব্দ দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য দুটি পরামর্শ লেখ।
৩। মাটি দূষণের ফলে আবাদি জমি ও পশু পাখির উপর দুটি ক্ষতিকর প্রভাব লেখ। পরিবেশ সংরক্ষণের প্রতিবেশীদের উদ্বুদ্ধ করতে তোমার তিনটি করণীয় লেখ।

অধ্যায় – ৩ ( জীবনের জন্য পানি )

১। ঘনীভবন কি? শীতের সকালে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি কোথা থেকে আসে? দুটি বাক্যে লেখ। পানির বিভিন্ন অবস্থার জন্য কোনটি দায়ী? এক টুকরা বরফে তাপ প্রয়োগ করলে কি রুপ পরিবর্তন দেখা যাবে?
২। বাষ্পীভবন কি? পানির দুটি প্রাকৃতিক উৎসের নাম লেখ। আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় পানির একটা বিরাট অংশ নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে তুলে আনি। এটা ব্যবহার পরেও কেন এ পানি ফুরিয়ে যায় না? 3 টি বাক্যে ব্যাখ্যা কর।
৩।পানি দূষণ কি? পানি দূষণের চারটি কারণ লেখ।
দূষিত পানি কাকে বলে? পানি শোধনের একটি উপায় নাম লেখো। পানি পুরোপুরি নিরাপদ করতে কোন উপায় সবচেয়ে বেশি গ্রহণীয়? কেন?

অধ্যায় – ৪ ( বায়ু )

১। বায়ুর চারটি উপাদানের নাম লেখ। মানুষ কিভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে তা চারটি বাক্যে লেখ।
২। কাঠ পোড়ানোর ফলে উৎপন্ন কোন গ্যাস বায়ু দূষিত করে? বায়ু দূষণের ফলে উদ্ভিদ ও প্রাণীর উপর কি প্রভাব পড়ে সে সম্পর্কে চারটি বাক্য লেখ।
৩। ভারত ও কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির একটি কারণ লেখ। কিভাবে এসিড বৃষ্টি হয়? একটি বাক্যে লেখ। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে আমাদের করণীয় কি? একটি বাক্যে লেখ। বায়ু দূষণ প্রতিরোধে দুটি পরামর্শ লেখ।

অধ্যায় – ৫ ( পদার্থ ও শক্তি )

১। তাপের পরিবহন কি শীতকালে আগুন জ্বলে এবং চাঁদের আলোতে পৃথিবীর আসার মধ্যে সম্পর্ক কি? দুটি বাক্যে লেখ। তাপ সঞ্চালনের পরিবহন ও পরিচালন পদ্ধতি দুটি পার্থক্য লেখ।
২। শক্তির একটি উৎসের নাম লেখো। দৈনন্দিন জীবনে শক্তির যথাযথ ব্যবহার করতে হয় কেন? তুমি যে সকল কাজে প্রতিদিন শক্তি ব্যবহার করো এমন 3 টি কাজের নাম লেখ।
৩। দুই রকম শক্তির নাম লেখ। শক্তি সংরক্ষণের পাঁচটি উপায় লেখো।

অধ্যায় – ৬ ( সুস্থ জীবনের জন্য খাদ্য )

১। হিমাগারে খাদ্য রাখার 3 টি সুবিধা লেখ। জাঙ্ক ফুড খাওয়ার দুটি ক্ষতিকর প্রভাব লেখ।
২। খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণের পাঁচটি উপায় লেখো।
৩। খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখো। খাদ্য সংরক্ষণে উপকারিতা 4 টি বাক্যে লেখ।

অধ্যায় – ৭ ( স্বাস্থ্যবিধি )

১। দুটি পানিবাহিত রোগের নাম লেখ। কিভাবে সংক্রমণ রোগ প্রতিরোধ করা যায় তার পাঁচটি উপায় লেখ।
২। ডেঙ্গু কি ধরনের রোগ? এ ধরনের রোগের প্রতিরোধ তোমার দুটি কারণে লেখো। ম্যালেরিয়া রোগ প্রতিরোধের উপায় লেখ।
৩। দুটি ছোঁয়াচে রোগের নাম লেখ। সংক্রামক রোগ প্রতিকারের উপায় লেখ।
৪। বয়সন্ধি কি? বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন গুলো পাঁচটি বাক্যে লেখ।
৫। ছেলেরা কত বছর বয়সে বয়সন্ধিকালে পৌঁছাই? বয়সন্ধিকালে দুশ্চিন্তা না করে কি করা উচিত? একটি বাক্যে লেখ। কিভাবে তিনটি উপায় লেখ।

অধ্যায় – ৮ ( মহাবিশ্ব )

১। গ্যালাক্সি কাকে বলে? সূর্য নক্ষত্রের চারটি বৈশিষ্ট্য লেখ।
২। গ্রহ কি? গ্রহ ও উপগ্রহের মধ্যে একটি পার্থক্য লেখ। আদর্শ কিভাবে পৃথিবীর তিনটি বৈশিষ্ট্য।
৩। ঋতু পরিবর্তন কেন হয় বছর আমরা কয়টি ঋতু পরিবর্তন দেখতে পাই? উত্তর গোলার্ধে কি সকালের সূর্যের তিনটি প্রভাব উল্লেখ কর।
৪। Milky way কি? ঋতু পরিবর্তনের কারণ পাঁচটি বাক্যে লেখ।

অধ্যায় – ৯ ( আমাদের জীবনে প্রযুক্তি )

১। প্রযুক্তি উদ্ভাবনের উদ্দেশ্য কি? বিজ্ঞান ও প্রযুক্তির তিনটি পার্থক্য লেখ।
২। প্রযুক্তি কি? প্রযুক্তি ও বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে তা পাঁচটি বাক্যে লেখ।
৩। প্রযুক্তির ক্ষতিকর প্রভাব পরিবেশের কিভাবে দূষিত হচ্ছে সে সম্পর্কে দুটি বাক্য লেখ। প্রযুক্তির অপব্যবহার রোধে তোমার তিনটি পরামর্শ লেখো।

অধ্যায় – ১০ ( আমাদের জীবনে তথ্য )

১। তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লেখো। কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করবো তা 4 টি বাক্যে বর্ণনা কর।
২। ইন্টারনেট কি? কিভাবে আমরা ইন্টারনেটের সাহায্যে তথ্য সংরক্ষণ করব?
৩। ইন্টারনেট কি ?ইন্টারনেট এ তিনটি ব্যবহার লিখ।
৪। তথ্য বিনিময় কি? কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? 4 টি বাক্যে ব্যাখ্যা কর।

অধ্যায় – ১১ ( আবহাওয়া ও জলবায়ু )

১। আদ্রতা কি? বাংলাদেশের কৃষিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কেন গুরুত্বপূর্ণ? তাপমাত্রা ও চাপ কে কিভাবে প্রভাবিত করে? 3 টি বাক্যে লিখ।
২। খরা কাকে বলে? প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিক কিভাবে করে? আমাদের জীবনে বন্যা দুটি ক্ষতিকর প্রভাব লেখ।
৩। আবহাওয়া কি? বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় তা 4 টি বাক্যে লেখ।

অধ্যায় – ১২ ( জলবায়ু পরিবর্তন )

১। বায়ুমণ্ডল কি? দিনের বেলা বৃষ্টি উত্তর কোথায় গেল? বৈশ্বিক উষ্ণায়ন ও তিনটি কারণ লেখ।
২। পৃথিবীতে তাপ ধরে রাখার জন্য দায়ী গ্যাস গুলো কে কি বলে? এসব গ্যাস নির্গমনের হার কমানোর জন্য আমাদের চারটি করণীয় লেখ।
৩। গ্রীন হাউজ কি? একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখ। জলবায়ু পরিবর্তন রোধে আমাদের তিনটি করণীয় লেখ।
৪। বৈশ্বিক উষ্ণায়ন কি? বসিক উষ্ণায়নের দুটি কারণ লেখ। প্রতিকূল পরিবেশে টিকে থাকতে তোমার দুটি করণীয় লেখ।

অধ্যায় – ১৩ ( প্রাকৃতিক সম্পদ )

১। প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক সম্পদের চারটি ব্যবহার লেখ।
২। গ্যাস কি ধরনের সম্পদ? এর নাম লেখ। গ্যাস অপচয় রোধ করার উপায় লেখ।
৩। প্রাকৃতিক গ্যাসের দুটি বিকল্প উৎসের নাম লেখ। প্রাকৃতিক গ্যাস ও সৌর শক্তির মধ্যে কোনটি ব্যবহার এক্ষেত্রে প্রধান ও দেবে? কেন প্রধান কারণ লেখ।

অধ্যায় – ১৪ ( জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ )

১। মানুষের তিনটি মৌলিক চাহিদা নাম লিখ। পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব লেখ।
২। পরিবেশে বাস অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। এ পরিবর্তন একটি কারণ লেখ। প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার পাঁচটি প্রভাব লেখ।
৩। জনসংখ্যার ঘনত্ব কি? জনসংখ্যা দ্রুত বৃদ্ধি তে মানুষের মৌলিক চাহিদাগুলোর ওপর কী ধরনের প্রভাব ফেলে সে সম্পর্কে চারটি বাক্য লেখ।
৪। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ?ছটি বাক্য লেখ।

PSC Science Question Pattern

However, you should also practice from the textbook as an added caution. You should even go through the less important questions at least once. Download the suggestion and try at least one exam per week.

This will make your preparation much better. Besides, it will also tell you whether you can answer all the questions within a certain allocated time frame. Then why wait? Download the PSC Science suggestion now.

Read more:

Final Verdict

PSC Science Suggestion is not something to take lightly. If you can prepare yourself in light of the suggestion, you can achieve good results. Good luck with your upcoming PSC exam.